কুমিল্লায় বিপুল পরিমাণ বিদেশি মদসহ যুবক আটক

জহিরুল হক বাবু।।
কুমিল্লায় ১২৫ বোতল বিদেশি মদ’সহ ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে কুমিল্লা কোতয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় বলে র‌্যাব জানা। আটককৃত যুবকের নাম মোঃ ইয়াসিন (২০), সে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাজমঙ্গলপুর গ্রামের মৃত আবু তাহের এর ছেলে।

র‌্যাব জানায়, শুক্রবার বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে মোঃ ইয়াসিন (২০) নামে ১ জন মাদক কারবারিকে আটক করে। এ সময় আসামীর হেফাজত হতে ১২৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য বিদেশী মদ সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page