কুমিল্লায় ভেজাল মসলা উৎপাদনকারীকে কারাদণ্ড ও ২ জনকে জরিমানা

আলমগীর কবির।।
কুমিল্লায় বিএসটিআই এর উদ্যোগে বুধবার (২৩ অক্টোবর) কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

অভিযানে বিএসটিআই হতে গুণগতমান যাচাই না করে এবং মান সনদ গ্রহণ না করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পণ্য বিক্রির অপরাধে মেসার্স মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ বাবুল মিয়া (৫৮) কে ৩ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া বিএসটিআই হতে গুণগতমান যাচাই না করে এবং মান সনদ গ্রহণ না করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও সরিষার তেল পণ্য বিক্রির অপরাধে থ্রি এম অটো ওয়েল মিলকে ১০ হাজার, মেসার্স মতিন মসলা ঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদ‌ওয়ান ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) ‌এবং মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি)।

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page