০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল কুদ্দুস গ্রেপ্তার, কারাগারে প্রেরণ উসমান হাদির হত্যার বিচার দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন শুরু কাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র পরামর্শক ড. নাহিদা বেগম সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে মুরাদনগরে ঝাড়ু মিছিল কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লায় পরম্পরায়-এর তৃতীয় বর্ষপূর্তি পালিত বুড়িচংয়ে গ্যাস সিলিন্ডার দোকানে অভিযান; জরিমানা আদায় কুমিল্লার মেঘনায় অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি; ১০ হাজার টাকা জরিমানা চৌদ্দগ্রামে আদালতের রায় উপেক্ষা করে জমির মাটি কাটার অভিযোগ

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে ৫ ডাকাত গ্রেফতার; রয়েছেন যুবদল, ছাত্রদল কর্মীও

  • তারিখ : ১১:১১:০০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • 101

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ৫ ডাকাত গ্রেফতার হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা গ্রামের বাহার মিয়ার ছেলে রাসেল মামুন (৩২), রাসেলের ভাই তুহিন হোসেন (২৯), নাগরীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জোবায়ের (২৫), হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হোসাইন (২০) ও আমিনুল ইসলামের ছেলে রায়হান (২৬)।

তাদের মধ্যে রাসেল মামুন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টার, ব্যানার সাঁটিয়েছেন। আর ইয়াকুব হোসাইন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টারিং করেছেন।

লালমাই থানার ওসি শাহ আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা দত্তপুরের দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাই তাদের সেই ডাকাতির মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুরে দুই সহোদর প্রবাসীর বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে। সেই সময়ে ডাকাতরা প্রবাসীদের ঘরের আলমিরার তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। প্রবাসীদের ভাই ও মাকে মারধর করে এবং পিতার পায়ের রগ কেটে রক্তাক্ত জখম করে। ডাকাতির সেই ঘটনায় প্রবাসীদের পিতাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দেড় মাস ধরে আইসিইউতে রাখতে হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে ৫ ডাকাত গ্রেফতার; রয়েছেন যুবদল, ছাত্রদল কর্মীও

তারিখ : ১১:১১:০০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার লালমাইয়ে যৌথবাহিনীর অভিযানে ৫ ডাকাত গ্রেফতার হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের হরিশ্চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলা গ্রামের বাহার মিয়ার ছেলে রাসেল মামুন (৩২), রাসেলের ভাই তুহিন হোসেন (২৯), নাগরীপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জোবায়ের (২৫), হারেজ মিয়ার ছেলে ইয়াকুব হোসাইন (২০) ও আমিনুল ইসলামের ছেলে রায়হান (২৬)।

তাদের মধ্যে রাসেল মামুন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টার, ব্যানার সাঁটিয়েছেন। আর ইয়াকুব হোসাইন নিজেকে বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব পরিচয় দিয়ে এলাকায় পোস্টারিং করেছেন।

লালমাই থানার ওসি শাহ আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা দত্তপুরের দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাই তাদের সেই ডাকাতির মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদক, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুরে দুই সহোদর প্রবাসীর বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে। সেই সময়ে ডাকাতরা প্রবাসীদের ঘরের আলমিরার তালা ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। প্রবাসীদের ভাই ও মাকে মারধর করে এবং পিতার পায়ের রগ কেটে রক্তাক্ত জখম করে। ডাকাতির সেই ঘটনায় প্রবাসীদের পিতাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দেড় মাস ধরে আইসিইউতে রাখতে হয়েছে।