০৮:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন উত্তর স্বেচ্ছাসেবক দলের ৪নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি সভা কুমিল্লায় ৪ বছরের শিশু ধর্ষণ, প্রধান আসামি বাবু গ্রেফতার মুরাদনগরে ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ইন বাংলাদেশের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

কুমিল্লায় রেললাইনের পাশে যুবকের মরদেহ; হত্যা নাকি দূর্ঘটনা !

  • তারিখ : ০৬:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • 1713

নেকবর হোসেন।।
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তরপাড়া এলাকায় রেললাইনের পাশে থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এলাকাবাসীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তার মাথার ডান পাশে রক্তাক্ত জখম এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন অথবা এটি হত্যাকাণ্ডও হতে পারে। তবে সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের পর।

তিনি আরও জানান, অজ্ঞাতনামা ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সকালে তারা রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এতে এলাকায় কিছু সময় আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসি জসিম উদ্দিন বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা, তা আমরা নিশ্চিত নই। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসলেই বিষয়টি পরিষ্কার হবে। আমরা সব দিক খতিয়ে দেখছি।”

error: Content is protected !!

কুমিল্লায় রেললাইনের পাশে যুবকের মরদেহ; হত্যা নাকি দূর্ঘটনা !

তারিখ : ০৬:০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

নেকবর হোসেন।।
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তরপাড়া এলাকায় রেললাইনের পাশে থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লাকসাম রেলওয়ে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এলাকাবাসীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তার মাথার ডান পাশে রক্তাক্ত জখম এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হয়তো ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন অথবা এটি হত্যাকাণ্ডও হতে পারে। তবে সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের পর।

তিনি আরও জানান, অজ্ঞাতনামা ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সকালে তারা রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এতে এলাকায় কিছু সময় আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসি জসিম উদ্দিন বলেন, “এটি হত্যা নাকি আত্মহত্যা, তা আমরা নিশ্চিত নই। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসলেই বিষয়টি পরিষ্কার হবে। আমরা সব দিক খতিয়ে দেখছি।”