নেকবর হোসেন।।
কুমিল্লা নগরীতে মধ্যরাতে আওয়ামীলীগের পক্ষে মিছিলে অংশ নেয়ার অভিযোগে ৮জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১ টায় নগরীর শাসনগাছা এলাকায় ২ মিনিটের ঝটিকা মিছিলের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম।
ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মিছিল থেকে ওই নেতাদের বলতে শোনা গেছে,‘অবৈধ সরকার মানি না মানি না’ ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ ‘আ.ক.ম বাহার বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’ ইত্যাদি।
গ্রেপ্তারকৃতরা হলো, কোতোয়ালী থানা এলাকার মৃত আলী আশরাফের ছেলে মো. আরিফ, মোঘলটুলী এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুল হান্নান প্রকাশ আদি, কালির বাজার ইউনিয়নের রাইচৌ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. কবির হোসেন, ছোটরা গ্রামের মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে একেএম মনিরুজ্জামান ভূইয়া প্রকাশ কিশোর, বরুডা থানার জলম গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ আরিফুল ইসলাম, বুড়িচং উপজেলার বানতির গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বার উপজেলার চাপানগর গ্রামের বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা, কোতয়ালী থানা এলাকার ৫ নং ওয়ার্ড, যুগ্ম সাধারণ সম্পাদক ও তৈলকুপি গ্রামের ফজলু মিয়ার ছেলে ডাক্তার মোস্তফা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রোববার মধ্যরাতে তারা নগরীর শাসনগাছায় এলাকায় মিছিল করেছে। এসময় তারা নাশকতার চেষ্টা চালায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে পুলিশ লাইনে এবং আলেখারচর এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। তাদেরকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page