
আলমগীর কবির।।
কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দিনব্যাপী আয়োজনে প্রথমে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। পরে লাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। তিনি বলেন, “বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শে আমরা ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার ফিরিয়ে আনব।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, সিনিয়র নেতা মিয়া মোহাম্মদ ইদ্রিস, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি ও যুবদল নেতা সোয়েব খন্দকার, বিএনপি নেতা অধ্যাপক মাহবুবুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন নয়ন ও ডা. বাহার।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা গোলাম রসূল, আলী আক্কাস, কলিমুল্লাহ, মাজহারুল ইসলাম ছপু, নেতা মফিজ ডিলার, সায়েম মজুমদার শিপু, ডা. শাহজাহান মজুমদার, হাজী জামাল উদ্দিন, হাজী মোশারফ হোসেন, ইছাক মজুমদার, আবুল কালাম আর্মি, শহীদুল্লাহ কাশেমসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমেদ।
আয়োজনে বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে পুরো উপজেলা সদর উৎসবমুখর হয়ে ওঠে।