কুমিল্লার ব্রাহ্মণপাড়া সাজ্জাদ হত্যার প্রধান আসামী গ্রেপ্তার

মোঃ শরিফ খান আকাশ ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাজ্জাদ হত্যা মামলার প্রধান আসামী আমিনুল হক প্রকাশ সুজন (২৩) কে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।

গত ২৮ সেপ্টেম্বর কুমিল্লা কোতয়ালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, সাজ্জাদ হত্যার পর সকল আসামীরা বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে থাকা আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। গত ২৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কুমিল্লা কোতোয়ালি এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল হক প্রকাশ সুজনকে গ্রেপ্তার করে। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা দলগ্রাম এলাকার আজিজ টেইলারের ছেলে।

এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম আতিক উল্লাহ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত সুজনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এছাড়াও তিনি বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজোকে জড়িয়ে সম্পূর্ণ হত্যাকান্ডের বর্ণনা দেয়।

উল্লেখ্যযে, গত ২২ আগস্ট সাজ্জাদ কে পারিবারিক কলহের জেরে গাছে বেঁধে অমানুষিক নির্যাতনের পর ২৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।নিহতের মা হাসিনা বেগম বাদী হয়ে গত ৩১ আগস্ট ব্রাহ্মণপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page