ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কীটনাশক পান করে বিলকিস আক্তার প্রকাশ নাসিমা (৪১) নামের এক মানসিক প্রতিবন্ধী নারী আত্মহত্যা করেছেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত বিলকিস আক্তার প্রকাশ নাসিমা উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই ৭ নম্বর ওয়ার্ড এলাকার সেকান্দর মাস্টার বাড়ির মৃত আবদুল ওয়াসেকের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলকিস আক্তার মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। তবে পরদিন ভোরে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাচানাত বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
আরো দেখুন:You cannot copy content of this page