১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও গণজুতা নিক্ষেপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি কুমিল্লার বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার প্রাকৃতিক গ্যাসের উপজেলা মুরাদনগর: ১০ ভাগ পরিবারেরই নেই গ্যাস সংযোগ আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লায় নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু আবাসিক সংকট চরমে, বাধ্য হয়ে মেসে থাকছেন কুবি শিক্ষার্থীরা কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

  • তারিখ : ০৬:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • 579

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মনোহরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শাহআলম (৬৫) ও বান্দুয়াইন গ্রামের বাসিন্দা ও অটোচালক বাদল (১৫)। নিহত ও আহতরা সবাই একটি ইজিবাইকের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খিলা বাজারের দক্ষিণে একটি রডবোঝাই ট্রাক হঠাৎ ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। সেখানে রাস্তার পাশে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। ঠিক সে সময় নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাক ও ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেয়।

এতে ইজিবাইক চালকসহ ৫ যাত্রী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত ইজিবাইক চালকসহ বাকি তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দ্রুত পালিয়ে যায়। তবে ক্ষুব্ধ স্থানীয়রা যাত্রীবাহী বাসটি আটক করে। নিহতদের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।

ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। এমনকি বারবার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

error: Content is protected !!

কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

তারিখ : ০৬:১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার মনোহরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শাহআলম (৬৫) ও বান্দুয়াইন গ্রামের বাসিন্দা ও অটোচালক বাদল (১৫)। নিহত ও আহতরা সবাই একটি ইজিবাইকের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, খিলা বাজারের দক্ষিণে একটি রডবোঝাই ট্রাক হঠাৎ ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। সেখানে রাস্তার পাশে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। ঠিক সে সময় নোয়াখালী থেকে ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাক ও ট্রাক্টরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেয়।

এতে ইজিবাইক চালকসহ ৫ যাত্রী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত ইজিবাইক চালকসহ বাকি তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দ্রুত পালিয়ে যায়। তবে ক্ষুব্ধ স্থানীয়রা যাত্রীবাহী বাসটি আটক করে। নিহতদের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।

ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পুলিশ বা প্রশাসনের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। এমনকি বারবার চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।