কুমিল্লার ১১ টি আসনে ১২১ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলার ১১ টি আসনের বিপরীতে ২২ টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে সর্বমোট ১২১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়ন দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা প্রদান করেন তারা।

তার মধ্যে আওয়ামী লীগের ১১ জন, স্বতন্ত্র প্রার্থী ৩০ জন, তরিকত ফেডারেশন থেকে ৫ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে ৬ জন, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিযোট ২ জন, জাতীয় পার্টি থেকে ১১ জন, ইসলামী ঐক্যজোট থেকে ৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল থেকে ২ জন, জাকের পার্টি থেকে ১০জন, গণফোরাম থেকে ৩জন, তৃণমূল বিএনপি থেকে ৪জন, গণফ্রন্ট থেকে ৪ জন, বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ১ জন, বাংলাদেশ পিপলস পার্টি থেকে ১ জন, বাংলাদেশ কংগ্রেস থেকে ৫জন, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ৪ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট থেকে ২ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে ২ জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে ২জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে ২জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে ১ জন, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ১ জন ও জাসদ থেকে ২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

আসন হিসেবে- কুমিল্লা- ১ আসনে মনোনয়ন জমা পড়েছে ১২ টি, কুমিল্লা- ২ আসনে মনোনয়ন জমা পড়েছে- ১২ টি, কুমিল্লা- ৩ আসনে পড়েছে ১৪ টি, কুমিল্লা-৪ আসনে পড়েছে ১৪ টি, কুমিল্লা-৫ আসনে পড়েছে ১১ টি, কুমিল্লা- ৬ আসনে পড়েছে ৬ টি, কুমিল্লা-৭ আসনে পড়েছে ১০টি, কুমিল্লা -৮ আসনে পড়েছে ১৫ টি, কুমিল্লা- ৯ আসনে পড়েছে ৯ টি, কুমিল্লা- ১০ আসনে পড়েছে ৭ টি, এবং কুমিল্লা- ১১ আসনে পড়েছে ১১ টি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page