কুমিল্লায় আগুনে পুড়লো ১৩ দোকান

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় আগুনে পুড়ে গেছে ১৩টি দোকান। রোববার (৩০ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার ঢালুয়া বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে লাকসাম ফায়ার স্টেশন ও চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাসনিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাওলানা নুরুজ্জামান কাসেমী বলেন, ‘রাত ৮টায় দোকান বন্ধ করে বাসায় যাই। রাত পৌনে ২টায় শুনি আমার দোকান আগুন লেগেছে। পরে দৌড়ে এসে দেখি আমার দোকানসহ আশপাশের দোকানগুলো আগুনে পুড়ছে। অসহায়ের মতো তাকিয়ে ছিলাম। কিছুই করতে পারিনি।’

ফারুক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জয়নাল আবেদীন ও মামুন ফার্মেসির স্বত্বাধিকারী মামুন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের সব মালামাল পুড়ে যায়।

লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ‘রাত পৌনে ২ টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পুরো এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমাদের টিমের সঙ্গে শেষের দিকে এসে চৌদ্দগ্রাম উপজেলার ফায়ার সার্ভিসের আরেকটি টিম যোগ দেয়। এখন পর্যন্ত মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অধিকতর তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page