নেকবর হোসেন।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৭%।
এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ০২ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫ টা এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,১০ সেপ্টেম্বর বিকেল থেকে ১১ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ১৫জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।
বাকিদের মধ্যে ব্রাক্ষণপাড়া ১১জন, চৌদ্দগ্রামের ২ জন, দেবিদ্বার ১ জন,বরুড়ার ১ জন, লাকসামের ২জন,চান্দিনা ১ জন, মনোহরগজ্ন ১ জন,হোমনায় ১ জন,দাউদকান্দি র উপজেলার ৭জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি,চৌদ্দগ্রামের একজন রয়েছে। মৃতদের মধ্যে দুইজন পুরুষ রয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ৬৫৮জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩১ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫১ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৩৩ হাজার ৫৫০ হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
আরো দেখুন:You cannot copy content of this page