কুমিল্লায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গনে আয়োজিত মেলায় প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল ফজল মীর রঙ্গীন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভুইয়া, জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মজিদ ও আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

অনুষ্ঠানের অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

মেলার বিষয়বস্তু ছিলো- প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। জেলার বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের মধ্যে ১ম,২য় ও ৩য় স্থান অর্জণকারী প্রতিযোগিরা এ মেলায় অংশ নেন। এর মধ্যে ২৬ প্রকল্প এবং গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় দেড় শতাধিক প্রতিযোগি অংশ নেয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page