কুমিল্লায় নিম্নমানের খাবার বিক্রি; ৫ প্রতিষ্ঠানকে জ‌রিমানা

নেকবর হোসেন।।
কু‌মিল্লার লালমাই উপজেলার ভূ‌শ্চি বাজা‌র এলাকায় বিশেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করে পুরনো গ্রিল পুনরায় বি‌ক্রির উ‌দ্দে‌শ্যে কাঁচা মাং‌সের সা‌থে সংরক্ষণ এবং মানহীন উপাদান দি‌য়ে খাবার প্রস্তুত করায় নিউ রে‌ডিসন হো‌টেল‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা করেন এবং ১০ কে‌জি বা‌সি খাবার জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সা‌ড়ে ১০টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী প‌রিচালক মোঃ আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে লালমাই থানাধীন ভূ‌শ্চি পু‌লিশ ফাঁড়ীর এক‌টি দশ অংশগ্রহণ করেন।

এছাড়াও ঔষ‌ধের গা‌য়ের মূল্য কে‌টে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় ম‌নোয়ারা মে‌ডি‌কেল হল‌কে ১৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বি‌ক্রয়ের প্রস্তাব করায় ইকরা মে‌ডি‌কেল হল‌কে ৫ হাজার টাকা।

গা‌য়ের মূল্য কেটে বে‌শি দা‌মে বিক্রি করায় মা‌হি ফা‌র্মেসী‌কে ৪ হাজার টাকা এবং খাবা‌রে ক্ষ‌তিকর কাপ‌ড়ের রং ব্যবহার করায় বিস‌মিল্লাহ মি‌ষ্টি ভাণ্ডার‌কে ৫ হাজার টাকাসহ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী বি‌ভিন্ন কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৫ প্রতিষ্ঠান‌কে ৩৭ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page