০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত

কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • তারিখ : ০৬:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
  • 251

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা লালমাইতে আল-বারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় মো. মমিনুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার পেরুল ইউনিয়নে হরিশ্চর বাজারে এ ঘটনা ঘটে। বাসটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। নিহত মমিনুল উপজেলার পশ্চিম পেরুল গ্রামের মৃত সিরাজুল ইসলাম ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওইদিন সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে হরিশ্চ বাজার এলাকায় যাচ্ছিল মমিনুল। এ সময় হরিশ্চর বাজার এলাকায় আল-বারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন। তিনি বলেন, ওই বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

তারিখ : ০৬:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা লালমাইতে আল-বারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চাপায় মো. মমিনুল ইসলাম (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার কুমিল্লা-নোয়খালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার পেরুল ইউনিয়নে হরিশ্চর বাজারে এ ঘটনা ঘটে। বাসটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পাশের একটি খাদে পড়ে যায়। নিহত মমিনুল উপজেলার পশ্চিম পেরুল গ্রামের মৃত সিরাজুল ইসলাম ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওইদিন সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে হরিশ্চ বাজার এলাকায় যাচ্ছিল মমিনুল। এ সময় হরিশ্চর বাজার এলাকায় আল-বারাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন। তিনি বলেন, ওই বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।