নেকবর হোসেন
কুমিল্লায় অভিনব কায়দায় পাচারকালে ১১৫ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা এলাকায় র্যাবের দল পৃথক এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতার মাদক কারবারিরা হচ্ছে- কক্সবাজার সদর থানার নুনিয়াচড়া গ্রামের মো. খলিল আহম্মেদের ছেলে আনিসুর রহমান (১৯), দিনাজপুরের নবাবগঞ্জ থানার আন্দলগ্রাম নয়াপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ফারুক হোসেন (৩৭) ও একই গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে মো. রাজু (২২) ও আকবর আলীর ছেলে তাহাজুল ইসলাম (২২)।
র্যাব জানায়, মাদকের বড় চালান যাচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১০১ কেজি গাঁজাসহ আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সাড়ে ১৪ কেজি গাঁজাসহ ফারুক হোসেন, মো. রাজু ও তাহাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বিকালে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ৪ মাদক কারবারি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page