১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি বিক্রেতাকে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু জব্দ কুমিল্লা স্টেডিয়াম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার আ’লীগের হামলায় আহত মহিলাদল নেত্রীকে দেখতে কুমিল্লায় সাবেক মন্ত্রী কায়কোবাদ খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে -সফিকুর রহমান বুড়িচংয়ে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার বুড়িচংয়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ইটভাটা উচ্ছেদ জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী শামীম গ্রেপ্তার জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন

কুমিল্লায় সোনা চুরি করতে এসে নারী ইউপি সদস্যসহ ৩ জন জেল হাজতে

  • তারিখ : ০৮:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • 180

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বারে দোকানে সোনা চুরি করতে গিয়ে কক্সবাজারের এক নারী ইউপি সদস্যসহ তিন জন গ্রেফতার হয়েছেন। প্রথমবার চুরি করে পার পেয়ে গেলেও দ্বিতীয়বার আর তাদের রক্ষা হয়নি। দোকান মালিকের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে সোনার অলঙ্কার উদ্ধার করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে একমাস আগের চুরির বিষয়টিও নিশ্চিত হওয়া যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

দেবিদ্বারের আপন অর্নামেন্টস নামক একটি জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক জয়নাল আবেদীন আপন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদের মধ্যে আরজ খাতুন কক্সবাজার জেলার চকরিয়া থানার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার।

মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ জানুয়ারি বেলা ১১টার দিকে দেবিদ্বার উপজেলা সদরে আপন অর্নামেন্টস নামক জুয়েলারি দোকান থেকে তিন ভরি ওজনের দুটি সোনার চেন, এক জোড়া কানের দুল চুরি হয়। ওইদিন রাতে স্টক হিসাবে গড়মিল দেখে সিসিটিভির ফুটেজ দেখে নারী চোরের মাধ্যমে চুরির বিষয়টি নিশ্চিত হন দোকান মালিক। কিন্তু তাদের হদিস পাওয়া যায়নি। এ ঘটনার এক মাস পর গত সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পুনরায় তারা এ দোকানে আসে। সোনার অলঙ্কার কেনার কথা বলে একপর্যায়ে কৌশলে একটি নাকফুল ও একটি আংটি চুরি করে দোকান ত্যাগ করেন তারা। এসময় অলঙ্কার গুছিয়ে রাখার সময় গড়মিল দেখে তাদেরকে ডেকে এনে পরিচিত নারী দিয়ে তল্লাশি করে নাকফুল ও আংটি উদ্ধার করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে আগের চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলার চকরিয়া থানার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার আরজ খাতুন (৫২), একই গ্রামের ফররুখ আহম্মদের ছেলে শাহাদত হোসেন (২০) ও কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার মৃত রাসেল মিয়ার স্ত্রী পাখি বেগম (৩৫)।

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, সিসিটিভির ফুটেজ দেখে একমাস আগে চুরির ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে তিন জনের নামে মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

error: Content is protected !!

কুমিল্লায় সোনা চুরি করতে এসে নারী ইউপি সদস্যসহ ৩ জন জেল হাজতে

তারিখ : ০৮:৫৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১

কুমিল্লা নিউজ ডেস্ক।।
কুমিল্লার দেবিদ্বারে দোকানে সোনা চুরি করতে গিয়ে কক্সবাজারের এক নারী ইউপি সদস্যসহ তিন জন গ্রেফতার হয়েছেন। প্রথমবার চুরি করে পার পেয়ে গেলেও দ্বিতীয়বার আর তাদের রক্ষা হয়নি। দোকান মালিকের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে সোনার অলঙ্কার উদ্ধার করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে একমাস আগের চুরির বিষয়টিও নিশ্চিত হওয়া যায়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

দেবিদ্বারের আপন অর্নামেন্টস নামক একটি জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দোকান মালিক জয়নাল আবেদীন আপন বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এদের মধ্যে আরজ খাতুন কক্সবাজার জেলার চকরিয়া থানার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার।

মামলার অভিযোগে জানা যায়, গত ১৯ জানুয়ারি বেলা ১১টার দিকে দেবিদ্বার উপজেলা সদরে আপন অর্নামেন্টস নামক জুয়েলারি দোকান থেকে তিন ভরি ওজনের দুটি সোনার চেন, এক জোড়া কানের দুল চুরি হয়। ওইদিন রাতে স্টক হিসাবে গড়মিল দেখে সিসিটিভির ফুটেজ দেখে নারী চোরের মাধ্যমে চুরির বিষয়টি নিশ্চিত হন দোকান মালিক। কিন্তু তাদের হদিস পাওয়া যায়নি। এ ঘটনার এক মাস পর গত সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পুনরায় তারা এ দোকানে আসে। সোনার অলঙ্কার কেনার কথা বলে একপর্যায়ে কৌশলে একটি নাকফুল ও একটি আংটি চুরি করে দোকান ত্যাগ করেন তারা। এসময় অলঙ্কার গুছিয়ে রাখার সময় গড়মিল দেখে তাদেরকে ডেকে এনে পরিচিত নারী দিয়ে তল্লাশি করে নাকফুল ও আংটি উদ্ধার করা হয়। পরে সিসিটিভির ফুটেজ দেখে আগের চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়া যায়। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন কক্সবাজার জেলার চকরিয়া থানার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার আরজ খাতুন (৫২), একই গ্রামের ফররুখ আহম্মদের ছেলে শাহাদত হোসেন (২০) ও কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকার মৃত রাসেল মিয়ার স্ত্রী পাখি বেগম (৩৫)।

দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, সিসিটিভির ফুটেজ দেখে একমাস আগে চুরির ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে তিন জনের নামে মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।