স্টাফ রিপোর্টার।।
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় কুমিল্লায় নাশকতার পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার বিকেল পর্যন্ত এসব মামলায় ১৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ–বিজিবির গাড়ি ভাঙচুরসহ নাশকতামূলক কাজ করায় পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। যারা সরাসরি নাশকতার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।’
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর আলম, কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর জামায়াত নেতা একরামুল হক বাবু, আদর্শ সদর উপজেলা জামায়াতের আমির নাসির উদ্দিন মোল্লা, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, কোতোয়ালি থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাজু, স্বেচ্ছাসেবক দলের নেতা সারোয়ার দোলন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল সাজু, মো. সুজন, আরমান আলী, বিএনপি নেতা দুলাল আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার শাকিল আহমেদ, ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রদল নেতা মো. মুন্না, কুসিক ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী রাসেল প্রমুখ।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘গেল ১৬ থেকে ১৮ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাঙচুর–অগ্নিসংযোগের অভিযোগে নাশকতার মামলা হয়েছে। মামলায় এজাহার নামীয় ও অজ্ঞাতনামাসহ প্রায় সাত হাজার জনকে আসামি করা হয়েছে।’
আরো দেখুন:You cannot copy content of this page