সোনিয়া আফরিন।।
“মাস্ক পরার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ” এ শ্লোগানে কুমিল্লার হোমনায় কোভিড -১৯’র দ্বিতীয় ধাপ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ দেশব্যাপী জনসচেতনতামূলক কর্মসুচীর অংশ হিসেবে হোমনা থানা পুলিশের উদ্যোগে র্যালি,পথসভা ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টায় হোমনা বাসস্ট্যান্ড এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন হোমনা থানা অফিসার ইনচার্জ মো. আবুল কায়েস আকন্দ।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, পৌর আলীগের সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন মোসলেম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. কায়সার আহাম্মদ বেপারী, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম, সাংবাদিক মো. আইয়ুব আলী, মো. আক্তার হোসেন, মোরশিদ আলম, মুকবুল হোসেন, মো.আবু রায়হান চৌধুরী, কবি দেরোয়ার প্রমুখ।
পরে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দের নেতৃত্বে যাত্রী ও পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক পড়িয়ে দেন হোমনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আমিনুর রসুল, এস আই মোতাব্বির হোসেন,আশিকুর রহমান,সেকান্দর মোল্লা ইকবাল মনির, রফিকুল ই শুভ, এ এস আই নন্দন কুমার, আনোয়ার হোসেন, বদরুল আজিম, মোর্শেদুল ইসলাম কং খাদিজা আক্তার, নাহিদা আক্তার,মো. মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
থানা সূত্রে জানাগেছে, এ কর্মসুচী উপজেলার ৯ ইউনিয়ন ও পৌর সভায় চলমান থাকবে।
আরো দেখুন:You cannot copy content of this page