০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় ওয়ার্কশপ মিস্ত্রি দুলাল হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লায় এশিয়া বাসচাপায় তিশা ট্রান্সপোর্টের সুপারভাইজার নিহত সংযুক্ত আরব আমিরাতস্থ চৌদ্দগ্রাম বিএনপির নেতাকর্মীদের সাথে কামরুল হুদার মতবিনিময় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ৫৪ বছরের কলঙ্কমুক্ত হবে দেশ: ডা. তাহের ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধণা ‎ব্রাহ্মণপাড়ায় বডিফিটিং গাঁজা পাচারকালে গাঁজাসহ বাবা-ছেলে আটক মুরাদনগরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় মা-শিশুর মর্মান্তিক মৃত্যু আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি- সুমনা, সাধারণ সম্পাদক- আকাইদ বানাশুয়া বিরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপনের চলছে প্রস্তুতি

চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি কুমিল্লায় গ্রেপ্তার

  • তারিখ : ০৫:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • 3

কুমিল্লা নিউজ ডেস্ক।।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন ওরফে দীপ্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার আলেখারচর এলাকায় মায়ামী হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সকালে গনমাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ওসি জাহিদুল বলেন, মোশারফ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে কুমিল্লায় তিনি যাত্রাবিরতি করছিলেন। এ সময় সেখানকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হবে।

গত সোমবার বিকেলে নগরের কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের ৫ সদস্য ও বিএনপির ২৫ নেতা-কর্মী আহত হন।

প্রায় আধা ঘণ্টা চলা সংঘর্ষে ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের একটি মোটরসাইকেল। এ ছাড়া কাজীর দেউড়ি এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে সোমবার রাতে কোতোয়ালি থানায় চারটি মামলা করে। মামলায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেমসহ ২৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয়ের আসামি ১ হাজার ৩০০ জন। ঘটনাস্থল থেকে ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের গতকাল কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি কুমিল্লায় গ্রেপ্তার

তারিখ : ০৫:৩২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

কুমিল্লা নিউজ ডেস্ক।।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন ওরফে দীপ্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার আলেখারচর এলাকায় মায়ামী হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সকালে গনমাধ্যমে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ওসি জাহিদুল বলেন, মোশারফ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন। পথে কুমিল্লায় তিনি যাত্রাবিরতি করছিলেন। এ সময় সেখানকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় চারটি মামলা রয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হবে।

গত সোমবার বিকেলে নগরের কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশের ৫ সদস্য ও বিএনপির ২৫ নেতা-কর্মী আহত হন।

প্রায় আধা ঘণ্টা চলা সংঘর্ষে ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের একটি মোটরসাইকেল। এ ছাড়া কাজীর দেউড়ি এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।

সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে সোমবার রাতে কোতোয়ালি থানায় চারটি মামলা করে। মামলায় নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেমসহ ২৫৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয়ের আসামি ১ হাজার ৩০০ জন। ঘটনাস্থল থেকে ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের গতকাল কারাগারে পাঠানো হয়।