চৌদ্দগ্রামে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত

মনোয়ার হোসেন।।
‘কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি’ এ মূলমন্ত্রকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবি ২০২৫-২৬ মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন সুযোগ-সুবিধার কথা তুলে ধরে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষের প্রতি সাধারণ কৃষকদের আগ্রহী করে তুলতে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

বৃহস্প্রতিবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের শীতলিয়া এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমেদের সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রকৌশলী মোঃ বদরুজ্জামান মুসলিমী।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সফল কৃষি উদ্যোক্তা আবুল হাসেম, কৃষক মো: মোস্তফা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোসা: নাঈমা আক্তার, বিজন কুমার দেব, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ নাজমুল হাসান মজুমদার, উপ-সহকারী কৃষি অফিসার মহসিন মিজি, মাওলানা মোজাম্মেল হক, ইউপি সদস্য নূরে আলম মামুন, মীর মাজহারুল ইসলাম, মনির হোসেন, আবদুল কাদের, মাওলানা আবুল খায়ের, মফিজুর রহমান, মোঃ হিরন মিয়া, রবিউল হোসেন, তরুণ কৃষি উদ্যোক্তা রিফাত হোসেন সহ স্থানীয় কৃষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্যে বক্তারা বলেন, “উজিরপুর ইউনিয়নের শীতলিয়া, পূর্বকাশিপুর, শুয়ারখিল সহ বিভিন্ন গ্রামে মোট ৬৮ হেক্টর জমিতে সরিষা আবাদে ব্যাপক সাড়া পরেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার ফলন বেশি হবে। কৃষকরা এই বছর সরিষা চাষ করে বিঘা প্রতি ৪ থেকে ৫ মন করে ফলন পাবে বলে আশা করছি। বিভিন্ন রোগ ও পোকামাকড় দমনে মাঠপর্যায়ে পরামর্শ চলমান রয়েছে। সরিষা আবাদ করে নিজেদের ভোজ্য তেলের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় অথনেতিক বিশেষ অবদান রাখবে”।

এছাড়াও কৃষকদের অভিমত, “রোগবালাই ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রণোদনার বীজ ও সার বিতরণের মাধ্যমে সরিষার উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি অফিসারের সহযোগিতা ও স্থানীয় উপ-সহকারী কৃষি অফিসার পরামর্শে সরিষা আবাদ করে আমরা লাভবান হবো। আবহাওয়া অনুকূলে থাকায় প্রথমবারেই ভালো ফলন হয়েছে। আশা করছি সরিষার ভালো দাম পাব”।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page