চৌদ্দগ্রামে “সোশ্যাল ইসলামী ব্যাংক রাজার বাজার আউটলেটে’র” শুভ উদ্বোধন

মো: মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ফিতা ও কেক কেটে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের লাকসাম রোড শাখার আওতায় রাজার বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের রাজার বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেটে’র শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইউ কাজী ওসমান আলী।

সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেডের লাকসাম রোড শাখার ব্যবস্থাপক ইসমাইল মাহামুদের সভাপতিত্বে ও রাজার বাজার আউটলেটের ম্যানেজার শংকর পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু নন্দন চৌধুরী, সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার এসএম মাসুদ রানা রবি, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সেলিম আহম্মেদ শামস প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিকাপুর ইউপি সদস্য ও রাজার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শরবত আলী, শ্রীপুর প্রসন্ন একাডেমীর সাবেক শিক্ষক রন্জিত কুমার পাল, মাস্টার সফিকুর রহমান, কালিকাপুর ইউপি সদস্য আবুল হাসেম সহ ব্যাংকের লাকসাম রোড শাখার কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়া-মোনাজাত পরিচালনা করেন কৃষ্ণপুর দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার আবুল কাসেম মো: সামসুদ্দিন।

উল্লেখ্য, মেসার্স বাংলা মটরস এর স্বত্ত্বাধিকারী মেয়র হানিফ, সৌদি আরব প্রবাসী কবির হোসেন, পরানপুর গ্রামের মালয়েশিয়া বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন, বাঙ্গালমুড়ী গ্রামের সৌদি আরব প্রবাসী জাহিদ রাসেল ও আবদুল্লাহ পুর গ্রামের লন্ডন প্রবাসী অপু ঠাকুর এর যৌথ প্রচেষ্টায় গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং সেবা পৌছে দেওয়ার লক্ষ্য এ এজেন্ট আউটলেটটি প্রতিষ্ঠিত হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page