জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউল্লাহ, সম্পাদক নেয়ামত

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। রোববার বিকেলে জাফরগঞ্জ গঙ্গামণ্ডল রাজ ইনস্টিটিউশনের মাঠে এ সম্মেলন হয়।

সম্মেলনে জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির নতুন ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অলিউল্লাহ সওদাগর সভাপতি ও নেয়ামত উল্লাহকে সাধারণ সম্পাদক করে আরো ৬৯জনকে বিভিন্ন পদে রাখা হয়েছে।

এ সম্মেলন প্রধান অতিথি ছিলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা গত ১৭ বছর স্বৈরশাসক খুনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলন করেছি। খুনি হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে শুধু ৫% কোটা ইস্যু আন্দোলনই নয়, এ দেশের কোটি কোটি মানুষের অভিশাপের কারনও আছে। মানুষের অভিশাপে আল্লাহ ছাত্র-জনতার উছিলায় খুনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজি মাসুদ হাসান, দেবিদ্বার পৌর বিএনপির আহবায়ক ভিপি মাহফুজ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর হোসেন, দেবিদ্বার উপজেলা যুবদলের আহবায়ক নুরুজ্জামান প্রমুখ।

দেবিদ্বার শ্রমীক দলের সদস্য সচিব আবুল হাসেম মিয়াজীর সঞ্চলন আরো বক্তব্য রাখেন, জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য ও জাফরগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হালিম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদের সদস্য সচিব মাহামুদুল হাসান তামিম, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপি নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক কবির, সহ-সভাপতি খোকন, কালাম, পৌর যুবদলের আহবায়ক শাহ জামান মুন্সী, দেবিদ্বার উপজেলা ছাত্রদের সদস্য সচিব নাজমুল হাসান, যুগ্ম আহবায়ক আল-আমিন প্রমুখ। এছাড়াও জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতাকর্মীরা বক্তব্য রেখেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page