১২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও গণজুতা নিক্ষেপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি উন্মুক্তের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি কুমিল্লার বুড়িচংয়ে কলেজ ছাত্র তুহিন হত্যার এক আসামি গ্রেফতার প্রাকৃতিক গ্যাসের উপজেলা মুরাদনগর: ১০ ভাগ পরিবারেরই নেই গ্যাস সংযোগ আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লায় নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা কুমিল্লায় বিয়ের এক মাস না যেতেই লরির নিচে পিষ্ট হয়ে প্রবাসীর মৃত্যু আবাসিক সংকট চরমে, বাধ্য হয়ে মেসে থাকছেন কুবি শিক্ষার্থীরা কুমিল্লায় ‘কুমিল্লা মেট্রো রানার্স’ এর টি-শার্ট ও লোগু উম্মোচন বাসে কুবি শিক্ষার্থীকে হেনস্তা, মুচলেকা দিয়ে জব্দ বাস ফেরত নিল মালিকপক্ষ সিদলাই শাহজালাল মোল্লা কারিগরি ইনস্টিটিউটের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

ফের গ্রেপ্তার দেবিদ্বার পৌরসভার মেয়র শামিম

  • তারিখ : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • 440

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামিমকে আবারও গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা শহর থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) তাকে কুমিল্লার আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় আবুল কালাম আজাদ (সাবেক সংসদ সদস্য) ও তার ভাই মামুনুর রশিদসহ (উপজেলা চেয়ারম্যান) ৭৩ জনকে আসামি করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামিদের একজন ছিলেন পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম। বর্তমানে আহত আবু বকর এখনো চিকিৎসাধীন।

এ ছাড়া গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাব্বির হত্যা মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এই মামলায় তিনি আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গত ১৭ জুন কুমিল্লার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালতের জ্যেষ্ঠ বিচারক মাহবুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

সাইফুল ইসলাম শামিম নুরুল ইসলামের ছেলে। তিনি রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ৪৪ হাজার ৫৮৭ ভোটের মধ্যে ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বকরকে হত্যার উদ্দেশ্যে করা মামলার সন্দিগ্ধ আসামি ছিলেন মেয়র শামিম।

error: Content is protected !!

ফের গ্রেপ্তার দেবিদ্বার পৌরসভার মেয়র শামিম

তারিখ : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মেয়র সাইফুল ইসলাম শামিমকে আবারও গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা শহর থেকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) তাকে কুমিল্লার আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট দেবিদ্বার কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা স্কুলছাত্র আবু বকরকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় নিহতের বাবা আবুল খায়ের বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় আবুল কালাম আজাদ (সাবেক সংসদ সদস্য) ও তার ভাই মামুনুর রশিদসহ (উপজেলা চেয়ারম্যান) ৭৩ জনকে আসামি করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামিদের একজন ছিলেন পৌর মেয়র সাইফুল ইসলাম শামিম। বর্তমানে আহত আবু বকর এখনো চিকিৎসাধীন।

এ ছাড়া গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাব্বির হত্যা মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন। এই মামলায় তিনি আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে গত ১৭ জুন কুমিল্লার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে আদালতের জ্যেষ্ঠ বিচারক মাহবুর রহমান তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

সাইফুল ইসলাম শামিম নুরুল ইসলামের ছেলে। তিনি রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন। ৪৪ হাজার ৫৮৭ ভোটের মধ্যে ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বকরকে হত্যার উদ্দেশ্যে করা মামলার সন্দিগ্ধ আসামি ছিলেন মেয়র শামিম।