বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষ্যে কুবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

কুবি প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।

এসময় তিনি বলেন, তোমাদের চিত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রস্ফুটিত হবে।

শিশু দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের প্রকৃতিসহ বিভিন্ন চিত্র স্থান পায়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল নন্দী, সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page