০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বানাশুয়া বিরেন্দ্র উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপনের চলছে প্রস্তুতি বনানীর সিসা বারে যুবক খুন, কুমিল্লা থেকে প্রধান দুই আসামি গ্রেপ্তার কুমিল্লায় শ্রেণিকক্ষে ছুরি প্রদর্শনের ভিডিও ভাইরাল, ৪ শিক্ষার্থী বহিষ্কার কুবিতে মানবাধিকার সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার জামায়াতে ইসলামী বৈষম্য মুক্ত একটি সমাজ চায় -অধ্যাপক আব্দুল মতিন বিএনপি জনগণকে সাথে নিয়ে নির্বাচন করবে -ডাঃ গোলাম কাদের চৌধুরী কুমিল্লায় ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার ইতালিতে পরিবারের সাথে পিকনিকে গিয়ে লেকে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু কুমিল্লায় র‍্যাব-১১ এর অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মুরাদনগরের আকুবপুর ইউপিতে প্রশাসকের দায়িত্বে পাভেল খান পাপ্পু

বনানীর সিসা বারে যুবক খুন, কুমিল্লা থেকে প্রধান দুই আসামি গ্রেপ্তার

  • তারিখ : ১১:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 600

স্টাফ রিপোর্টার।।
রাজধানীর বনানীর অভিজাত এলাকায় অবস্থিত ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পাঁচজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁদের মধ্যে প্রধান দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১১ সিপিসি ২ কুমিল্লার কম্পানি অধিনায়ক (উপ পরিচালক) মেজর সাদমান ইবনে আলম।

তিনি বলেন, শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় দুই যুবককে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গামারুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে।’

গ্রেফতারকৃতরা হলো- ঢাকা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার আব্দুল ওহিদের পুত্র মুন্না (২৭) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার গাংটিয়ারা, বিল্লাল মেম্বার বাড়ির আব্দুল আল মামুন মোল্লার ছেণে মো. মাকসুদুর রহমান হামজা (২৬)

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির একপর্যায়ে রাহাতের ঊরুতে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাহাত সিঁড়ি দিয়ে নামার সময় তিনজন তাঁকে ঘিরে ধরে এবং প্রথমে ঊরুতে ছুরিকাঘাত করে। এরপর লিফটের কাছে পৌঁছালে আরও দুবার ছুরিকাঘাত করা হয়। এক যুবক হামলা ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়।

নিহত রাহাতের চাচাতো ভাই শাকিল শাজাহান ও ফুফু কাজল আক্তার জানান, রাহাত ইন্টারনেট সংযোগের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার দিন রাতে তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন এবং ভোরে পরিবারের কাছে খবর আসে যে তিনি আহত হয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিসা নিষিদ্ধ থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় বহুদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় এ ধরনের বার চালু রয়েছে বলে অভিযোগ রয়েছে। বনানীর ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারের বিরুদ্ধেও আগে দুইবার মামলা হয়েছিল। আগে ‘অ্যারাবিক কুজি’ নামে পরিচিত এ প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়, পরে নাম পরিবর্তন করে একই মালিক আবার ব্যবসা শুরু করেন।

বনানীর সিসা বারে যুবক খুন, কুমিল্লা থেকে প্রধান দুই আসামি গ্রেপ্তার

তারিখ : ১১:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার।।
রাজধানীর বনানীর অভিজাত এলাকায় অবস্থিত ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পাঁচজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁদের মধ্যে প্রধান দুই আসামিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব ১১ সিপিসি ২ কুমিল্লার কম্পানি অধিনায়ক (উপ পরিচালক) মেজর সাদমান ইবনে আলম।

তিনি বলেন, শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ‘তথ্য-প্রযুক্তির সহায়তায় দুই যুবককে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার গামারুয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে।’

গ্রেফতারকৃতরা হলো- ঢাকা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার আব্দুল ওহিদের পুত্র মুন্না (২৭) ও কুমিল্লার দেবিদ্বার উপজেলার গাংটিয়ারা, বিল্লাল মেম্বার বাড়ির আব্দুল আল মামুন মোল্লার ছেণে মো. মাকসুদুর রহমান হামজা (২৬)

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা কাটাকাটির একপর্যায়ে রাহাতের ঊরুতে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাহাত সিঁড়ি দিয়ে নামার সময় তিনজন তাঁকে ঘিরে ধরে এবং প্রথমে ঊরুতে ছুরিকাঘাত করে। এরপর লিফটের কাছে পৌঁছালে আরও দুবার ছুরিকাঘাত করা হয়। এক যুবক হামলা ঠেকাতে গেলে তাকেও মারধর করা হয়।

নিহত রাহাতের চাচাতো ভাই শাকিল শাজাহান ও ফুফু কাজল আক্তার জানান, রাহাত ইন্টারনেট সংযোগের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার দিন রাতে তিনি বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন এবং ভোরে পরিবারের কাছে খবর আসে যে তিনি আহত হয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিসা নিষিদ্ধ থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় বহুদিন ধরে প্রভাবশালীদের ছত্রছায়ায় এ ধরনের বার চালু রয়েছে বলে অভিযোগ রয়েছে। বনানীর ‘৩৬০ ডিগ্রি’ সিসা বারের বিরুদ্ধেও আগে দুইবার মামলা হয়েছিল। আগে ‘অ্যারাবিক কুজি’ নামে পরিচিত এ প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়, পরে নাম পরিবর্তন করে একই মালিক আবার ব্যবসা শুরু করেন।