বাংলাদেশ বিনির্মাণে প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়- ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনে শিক্ষকদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র শিক্ষক ও অভিভাবকদের স্বদিচ্ছায় নিশ্চিত হতে পারে সুশিক্ষা এই স্লোগান নিয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমপ্লেক্স মাঠে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বিপুল পরিমাণ শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া জনি, এসিল্যান্ড নাজমুল হুদা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার চিনু, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের।

কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নেতা গাজীউল হক, শিক্ষক নেতা তাজুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার ২২ ইউনিয়নের চেয়ারম্যান, সহস্রাধিক প্রাথমিক শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সভার প্রধান অতিথি এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। তাই প্রাথমিক বিদ্যালয় থেকেই আমাদের সন্তানদেরকে বিশ্বমানের শিক্ষা দেয়া নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই জননেত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page