
আলমগীর কবির ॥
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কুমিল্লা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে একটি দিনব্যাপী শিক্ষামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই ২০২৫) বিএসটিআই, কুমিল্লা কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএসটিআই কুমিল্লার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান কে এম হানিফ। তিনি বিএসটিআই-এর দায়িত্ব, কার্যক্রম, মান নিয়ন্ত্রণ, পরীক্ষণ পদ্ধতি ও ভোক্তা অধিকার সংরক্ষণ সম্পর্কে আলোকপাত করেন।
এরপর শিক্ষার্থীরা পর্যায়ক্রমে বিএসটিআই কুমিল্লার রসায়ন ল্যাব, মাইক্রোবায়োলজি ল্যাব, মেট্রোলজি ল্যাব এবং পদার্থ পরীক্ষণ ল্যাব পরিদর্শন করেন। সংশ্লিষ্ট ল্যাব ইনচার্জগণ তাদের ল্যাবের কার্যক্রম সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপন করেন এবং হাতে-কলমে পরীক্ষণ পদ্ধতির সরাসরি প্রদর্শনী দেখান।
এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিএসটিআই-এর বাস্তবমুখী কার্যক্রম সম্পর্কে মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। তারা বলেন, কর্মশালাটি তাদের কাছে অত্যন্ত ফলপ্রসূ ও শিক্ষণীয় হয়েছে এবং এ ধরনের আয়োজন নিয়মিতভাবে হওয়া উচিত।
কর্মশালার শেষপর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন কে এম হানিফ। তিনি ভবিষ্যতে বিএসটিআই ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করে কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।