বুড়িচংয়ে ছৈয়্যদ হাছান আলী (রহ:) এর স্মরণে ১৬৮তম ওরছ মাহফিল সম্পন্ন

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তরগ্রাম আঞ্জুমানে হাছানীয়া দরবার শরীফের উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন বাহরূল উলুম ছ্যৈয়দ হাছান আলী (রহ:) এর স্মরণে ১৬৮ তম ওরছ মাহফিল দরবার শরীফ কমপ্লেক্সে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রুয়ারি(মঙ্গলবার) রাতব্যাপী জিকির আযকার, আলোচনা, দোয়া দরুদ, মিলাদ,কিয়াম এবং কোরআনে হাফেজদের পাগরি প্রদান,সংবর্ধনা দরবার শরীফের পীর মুফতি ছৈয়্যদ আবু বকর ছিদ্দিকী নোমানী আল হাসানী (মা: জি: আ:) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ওরছ মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ভারত থেকে আগত আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আব্দুস সাত্তার নূরী, হযরত মাওলানা মোঃ হাসান সিরাজী জামালপুর, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

মাওলানা ছৈয়্যদ ওমর ফারুক নোমানী আল হাসানী ও মাওঃ মুফতি ছৈয়্যদ ছাবের আহম্মদ নোমানী আল হাসানীর পরিচালনায় ওরছ মাহফিলে আলোচনা করেন, মুফতি মাওলানা ছৈয়্যদ রুহুল আমিন নোমানী আল হাসানী, মুফতি হাফেজ কারী ছৈয়্যদ আলাউদ্দিন নোমানী আল হাসানী, হযরত এম এম ইসলাম আল কাদরী, আঞ্জুমানে জমিয়তে আহলে সুন্নাহ ওলামা কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মাওঃ মোঃ মাহবুবুর রহমান, মাওঃ মোঃ শাহিনুল ইসলাম,মাওলানা মুফতি সালাউদ্দিন মামুন ফারুকী, মাওঃ মোঃ জাকির হোসাইন, মাওঃ নূরে আলম খান নাঈম, হাফেজ মুহাম্মদ আবু রাশেদ, প্রভাষক মাওঃ কাজী আল ইমরান।

উপস্থিত ছিলেন, হযরত মাওলানা মোঃ আব্দুল জব্বার পীর, মাওঃ মোস্তফা কামাল,মাওঃ মোঃ আলী নেওয়াজ, হাফেজ মোঃ মোশাররফ হোসেন, হাফেজ মোঃ খায়রুল ইসলাম, মাওঃ মোঃ ফরহাদ হোসাইন মাওলানা মোঃ ইসমাইল, হাফেজ আবুল বশর, মাওঃ আহমদ রেজা , হাফেজ মাওঃ সাইদুল ইসলাম শাকেরী, মাওঃ মিরাজ হাসান, মাওলানা মোঃ আবুল হাসেম, মাওঃ মোঃ ছানাউল হাসান, মাওঃ মোঃ মামুনুর রশিদ, মাওঃ আবু বকর খান, মাওঃ মোঃ নাকীবুল হাসান, মাওঃ মোঃ আবু জাফর ও মাওঃ মোঃ ইয়াছিন আলম।

উক্ত ওরছ মাহফিলে দরবার শরীফ পরিচালিত হাফেজিয়া মাদ্রাসার থেকে এবার ৭ জন কোরআনে হাফেজকে সংবর্ধনা ও পাগরি প্রদান করা হয়েছে। সবশেষে আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্যদিয়ে সকাল ৮টায় সমাপ্ত হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page