মো. জাকির হোসেন।।
কুমিল্লার বুড়িচং উপজেলাৱ ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ সনের উন্মুক্ত বাজেট ঘোষণা রোববার দুপুরে ইউনিয়ন পরিষদের হল রুমে করা হয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা হালিমা খাতুন।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে , বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ আবদুর রহমান । বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন ভূঁইয়া।
বক্তব্য রাখেন ইউপি সদস্য যথাক্রমে আব্দুল জলিল (বি,কম), মালিহা ইসলাম, টিটু মিয়া, জসীম উদ্দীন , দুলাল মিয়া, অহিদুর রহমান অকি, মোঃ কৌশিক ভূঁইয়া, ফারুক আহমেদ, মোঃ রাসেল খান, মোঃ আবুল বাশার, খাদিজা বেগম ময়না,আঙ্গুরী বেগম সয়না, ও মোসাম্মদ শিল্পী আক্তার।
এই সময়, এলাকাৱ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেটে সর্বাধিক গুরুত্ব পেয়েছে রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণ, বাজেটে মোট ব্যয় ও উন্নয়ন হিসাব ধরা হয়েছে ১ কোটি ৩২ লক্ষ পাঁচশত ১৪ টাকা, শিক্ষাখাতে ধরা হয়েছে ১০ লক্ষ টাকা।
আরো দেখুন:You cannot copy content of this page