জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলা স্কুল-মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আমিনুল ইসলাম, ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, লড়িবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামসেদ আলম, আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ, বাকশীমুল আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, সাদকপুর আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা মোঃ শহিদুল্লাহ, ইছাপুরা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, বুড়িচং আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি মোঃ আবুল হোসেন, খাড়াতাইয়া বালিকা মাদরাসা সুপার মাওলানা কামালুল হক, মহিষমাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রশিদ, নানুয়ার বাজার মাদরাসার মাওলানা এরশাদুল হক, শংকুচাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, হরিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, চানসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুল আলম, মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোহিদুল ইসলাম প্রমুখ।