বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সাব-রেজিষ্ট্রার রিয়াজুল ইসলামকে বুড়িচং উপজেলা দলিল লিখক সমিতির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।
রোববার (১৩ জুন) দুপুরে বুড়িচং উপজেলা দলিল লিখক কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বুড়িচং উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি হাজী মোঃ নূরুল হক ভূইয়ার সভাপতিত্বে সংবর্ধিত অতিথি ছিলেন বিদায়ী সাব-রেজিষ্ট্রার রিয়াজুল ইসলাম।
কুমিল্লা জেলা দলিল লিখক সমিতির সভাপতি হাজী ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বুড়িচং উপজেলা দলিল লিখত সমিতির সদস্যবৃন্দ, নকলনবীশ ও সাবরেজিষ্ট্রার অফিসের কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রিয়াজুল ইসলাম ২ বছর ৪ মাস বুড়িচং উপজেলা সাব-রেজিষ্ট্রারের দায়িত্ব পালণ করেন। তাঁর নতুন কর্মস্থ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়।