স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছে ৫ জন প্রার্থী।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। উপজেলা নির্বাচন কার্য্যালয় সূত্রে জানা যায়, আসছে ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় উপজেলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে।
এর মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক, বেড়াখলা আব্দুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন মনোনয়পত্র দাখিল করেছেন।
এছাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের কৃতি সন্তান ব্যারিষ্টার সোহরাব খান চৌধুরী, আমরা দুনিয়া আখিরাতের কাজ করি (দ্বীনের পথ) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভিপি সরকার জহিরুল হক মিঠুন, সদর ইউনিয়ন পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
আরো দেখুন:You cannot copy content of this page