মো. বাছির উদ্দিন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে গেলেন দরিদ্র রোস্তম আলী ভূঁইয়া। রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তার বসতঘরে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা জানান, আগুন লাগার সময় ঘরে কেউ উপস্থিত ছিলেন না। হঠাৎ ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা দৌড়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা চালান। প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে বসতঘরসহ আসবাবপত্র, পোশাক, দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী, এমনকি নগদ অর্থ পর্যন্ত সব কিছু ভস্মীভূত হয়। ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
চোখ ভেজা কণ্ঠে রোস্তম আলী বলেন, “আমি বাজারে ছিলাম। হঠাৎ খবর পেয়ে দৌড়ে এসে দেখি আমার চোখের সামনে সব শেষ হয়ে গেছে। মাথা গোঁজার ঠাঁইটুকুও আর রইল না। এখন পরিবার নিয়ে কোথায় আশ্রয় নেব, তা বুঝতে পারছি না।”
এমন অসহায় অবস্থায় তাকে দেখে স্থানীয়রা আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রতিবেশীরা জানান, রোস্তম আলী পরিবারের একমাত্র ভরসাস্থল ছিল এই ঘর। সেটি হারিয়ে তিনি এখন মানবেতর জীবনযাপনের মুখোমুখি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করা হবে।