০৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়ন দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ

ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতিকে না বলুন’ বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • তারিখ : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • 68

আতাউর রহমান।।
‘সবাই মিলে গড়বো দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ’, ‘আপনার অধিকার আপনার দায়িত্ব’, ‘দুর্নীতিকে না বলুন’ এসব স্লোগান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) দুপুরে দুর্নীতি দমন (দুদক) কমিশনের উদ্যোগে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল, গোপালনগর বিএবি উচ্চ বিদ্যালয় ও ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ প্রথম ও ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল দ্বিতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহিদুল করিম, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা বেগম।

এতে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ব্রাহ্মণপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দের সার্বিক তত্বাবধানে মডারেটর ছিলেন গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান মজুমদার সোহেল।

বিচারক ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মানস কুমার রায়, সাহেবাবাদ ডিগ্রী কলেজের প্রভাষক তাসলিমা আক্তার রূপা।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীদিনে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হবে। তাই একজন শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি। তবেই সুন্দর সমাজ ও রাষ্ট্র উপহার পাবে জাতি।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় ‘দুর্নীতিকে না বলুন’ বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারিখ : ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

আতাউর রহমান।।
‘সবাই মিলে গড়বো দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ’, ‘আপনার অধিকার আপনার দায়িত্ব’, ‘দুর্নীতিকে না বলুন’ এসব স্লোগান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) দুপুরে দুর্নীতি দমন (দুদক) কমিশনের উদ্যোগে ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল, গোপালনগর বিএবি উচ্চ বিদ্যালয় ও ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ প্রথম ও ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুল দ্বিতীয় স্থান অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শহিদুল করিম, ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা বেগম।

এতে উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ব্রাহ্মণপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দের সার্বিক তত্বাবধানে মডারেটর ছিলেন গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান মজুমদার সোহেল।

বিচারক ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মানস কুমার রায়, সাহেবাবাদ ডিগ্রী কলেজের প্রভাষক তাসলিমা আক্তার রূপা।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীদিনে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হবে। তাই একজন শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি। তবেই সুন্দর সমাজ ও রাষ্ট্র উপহার পাবে জাতি।