মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেড়াখলায় উপজেলা ভাইস চেয়ারম্যান ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণভাবে বেড়াখলা খেলার মাঠে বেড়াখলা এলাকাবাসীর আয়োজনে এই ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম সুজন।
খেলায় বেড়াখলা খেলার মাঠ কমিটির সভাপতি নাছির উদ্দিন বিএসসি এর সভাপতিত্বে ও মোঃ শাহজাহান ডিলার এর সহ-সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাকির আইটি ও ভিক্টোরী বাংলার ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিরুল ইসলাম। প্রধান মেহমান ছিলেন অধ্যাপক আলী ইমাম।
প্রধান আকর্ষন ছিলেন হাফসা ওভারসীজ ট্রাভেলস এন্ড ট্যুরসের স্বত্ত্বাধিকারী মোঃ হেলাল উদ্দিন সরকার।
খেলায় ছাত্রলীগ নেতা হিরণ বাশারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদের সদস্য নাছির উদ্দিন মেম্বার, জাহাঙ্গীর আলম মেম্বার, আবু তাহের মেম্বার, ইদ্রিস মিয়া মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
অত্র খেলায় যুক্তগ্রাম একাদশ চান্দলা একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হবার গৌরব অর্জন করে। খেলায় কয়েক হাজার দর্শক মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।