স্টাফ রিপোর্টার।।
যেখানে মানবতা, সেখানেই রক্তদান এস্লোগান সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় “মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন” এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২ আগষ্ট) শনিবার সকালে উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ডাক্তার এম এ খালেদ। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, শশীদল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শশীদল ফুলঁকুড়ি চাইল্ড একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ মামুনুর রশিদ, ডাক্তার সাইফুল ইসলাম সিপন, রেজাউল করিম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল। পরে সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রক্তদান সচেতনতা নিয়ে আলোচনা করেন বক্তারা। তারা বলেন, “মানবতার সেবায় রক্তদান ফাউন্ডেশন” শুধুমাত্র একটি রক্তদাতা সংগঠন নয়, এটি মানবতার সেবায় এক বিশাল প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ জামাল হুসাইন স্বাগত বক্তব্যে বলেন, বিগত প্রথম বছরের চেয়ে আগামীতে আমরা আরো বেশি মানুষের সেবা ও সামাজিক কর্মকান্ড চালিয়ে যেতে চাই। এজন্য সকলের সহযোগিতা, পরামর্শ, দোয়া ও ভালবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। সংগঠনের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও মানুষের প্রতি ভালোবাসাই এ সফলতার মূল কারণ বলে উল্লেখ করেন অতিথিরা।
আলোচনা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজনে প্রাণবন্ত উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানটি যৌর্থভাবে পরিচালনা করেন সংগঠনের পৃষ্ঠপোষক ইশতেহার আলম সিয়াম, মহাপরিচালক আবু মুছা, পরিচালক তুষার ইমরান ও সহপরিচালক মোঃ নূরু নবী। দেশের ক্লান্তি লগ্নে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে প্রায় ৩০টি সংগঠনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।