ওমর আল জুনায়েদ।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ড. আবু জাফর খান কে সংবর্ধনা দিয়েছেন কুমিল্লা ভিক্টোরিযা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।
রবিবার (৩১ অক্টোবর) কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ শাহজাহান।
বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ ইউনুস মিঞাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাগণ ।
এ সময় ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের পক্ষে থেকে নবনিযুক্ত অধ্যক্ষ ড. আবু জাফর খানকে ফুলেল শুভেচ্ছা জানান, রাকিবুল ইসলাম জুবায়ের, আশিকুর রহমান জুয়েল এবং আবদুর রহমান বাবুসহ প্রমুখ ।
এছাড়া কলেজের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।