মতিন খসরুর মৃত্যুতে বুড়িচং প্রেসক্লাবের শোক

বুড়িচং প্রতিনিধি।।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মতিন খসরু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে বুড়িচং প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুড়িচং প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে আহ্বায়ক কাজী খোরশেদ আলম এক শোক বিবৃতিতে জনান, বর্ষিয়ান এই রাজনৈতিবীদের মৃত্যুতে বুড়িচং উপজেলাবাসী অপুরনীয় ক্ষতির সম্মূক্ষীন হলো। তাঁর এই মৃত্যুতে বুড়িচং উপজেলাবাসী অভিভাবক হারালো।

বুড়িচং প্রেসক্লাবের পক্ষ থেকে নিহতের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৪টা ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

আবদুল মতিন খসরু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি একাধারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page