মানবিকতার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে চিকিৎসকদের কাজ করতে হবে- এমপি বাহার

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন, স্মার্ট বাংলাদেশের কনসেপ্ট একদিনে গড়ে উঠেনি। জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার দীর্ঘ পরিকল্পনার রুপান্তর। চিকিৎসকদের মানবিকতার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে চিকিৎসাদের কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার প্রকাশ ঘটাতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ আয়োজিত মহান বিজয় দিবস ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার এসব কথা বলেন।

হাজী বাহার এমপি আরও বলেন, কুমিল্লা কে বাদ দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। করোনা মহামারিতে ঢাকার পরে কুমিল্লায় প্রথম পিসিআর ল্যাব প্রতিষ্ঠা হয়েছিল। কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসকরা জীবন বাজি রেখে মানুষের জীবন বাঁচাতে কাজ করেছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বের অনেক দেশে ডাক্তার পিছিয়ে গেলেও কুমিল্লা মেডিকেল কলেজ থেমে যায় নি। মানবিক চিকিৎসকের পরিচয় দিয়েছে।

বিজয় দিবস উপলক্ষে আজকের এমন একটা ক্রীড়া সংস্কৃতিক উতসব এর আয়োজন করে আবারও কুমিল্লা এগিয়ে রয়েছে। আজকে আবারও বলি কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ দিতে হবে। কুমিল্লা নাম ছাড়া অন্য নামে বিভাগ মানবেনা কুমিল্লার মানুষ।

গত ৮ ডিসেম্বর কুমিল্লা মেডিকেল কলেজের বিজয় দিবস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়, ক্রীড়া প্রতিযোগিতায় কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক কর্মচারীবৃন্দ অংশ নেয়।

পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তফা জামান আজাদ, পরিচালক ডা. মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ইসমাইল খান, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. টিটু মিয়া, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. ইজাজুল হক, বিএম এর সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মোরশেদুল আলম সহ চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page