নিজস্ব প্রতিবেদক।।
মাদক ব্যবসায়ীদের হাতে নিহত স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার কো-অর্ডিনেটর মিথুন হত্যাকারীদের দ্রিত বিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর টাউনহলে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত সাধারণ মানুষজন মিথুন ভূঁইয়ার হত্যাকারীদের বিচারের দাবীতে স্লোগান দেন।
হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশনের কুমিল্লা জেলা শাখার সভাপতি ফিরুজুল আলম খোকন বলেন, মিথুন ভূঁইয়ার মত একজন ভালো ছেলেকে মাদক ব্যবসায়ীরা নির্মমভাবে খুন করলো।এখনো তাদের বিচার হচ্ছে না। আমরা চাই মিথুন ভূঁইয়ার হত্যাকারীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার তানভীর আহমেদ, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিকেল ৫ টায় অনুষ্ঠিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহলে এসে মিলিত হয়ে অনুষ্ঠান কার্যক্রম শেষ হয়।
আরো দেখুন:You cannot copy content of this page