মুরাদনগরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কাজী নজরুল মিলনায়তনে মে দিবস টি পালন করা হয়।

দিবস উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি”।

উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঁইয়া জনীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসানুল আলম সরকার কিশোর।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আহমেদ,তৈয়বুর রহমান তুহিন প্রমুখ।

এসময় উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের সচিব ও হিসাব সহকারী কম্পিউটার অপারেটর এবং উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিগত এক বছরের জন্ম ও মৃত্যু নিবন্ধন করে অগ্রগতির দিক থেকে এ উপজেলায় শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের স্থান অর্জন করেন ধামঘর ইউনিয়ন পরিষদের সচিব নাইম সরকার।

এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে তার হাতে সম্মাননা ক্রেস্ট চলে যান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page