আলমগীর কবির।।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম আসন্ন রমজানকে ঘিরে খাদ্যর গুনগতমান ও নিরাপত্তার বিষয়ে তৎপরতা আরো বাড়ানো হয়েছে বলে উল্লেখ করে বলেন খাদ্য মানবদেহের ক্ষতিকারন দ্রব্য ব্যবহার, সিন্ডিকেট করে কোন ক্ষতিকারক খাবার তৈরী করে বাজারজাত করার চেষ্টা করলে কঠোর হস্তে তা দমন করা হবে।
তিনি বৃহস্পতিবার (১৩ ফেবুয়ারি) দুপুরে বিএসটিআই কুমিল্লা জেলা কার্যালয়ের উর্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএসটিআই এর পরিচালক মোঃ সাইফুল ইসলাম, খোদেজা খাতুন, কুমিল্লা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ মোঃ অলমগীর খান।বিএসটিআই এর কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা বিসিকের ডিজিএম মুনতাসির মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জুয়েল মিয়াসহ বিএসটিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই মহাপরিচালক বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য নিরাপদ, মানসম্মত ও সঠিক পরিমাপের খাদ্য ও অন্যান্য ভোগ্যপণ্যের নিশ্চয়তা প্রদান করতে বিএসটিআই বদ্ধপরিকর। তা বাস্তবায়নে বিএসটিআই নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা কার্যালয়ের সেবার মান বাড়তে জেলা অফিসের উর্ধ্বমুখী সম্প্রসারণকৃত ভবণের উদ্বোধন ও একটি অত্যাধুনিক ক্লে ব্রিকস তথা ইটের টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page