০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লা সদর দক্ষিণে জায়গা দখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ৫০ বছরের শিক্ষাজীবনের ইতি: কুমিল্লায় মাদরাসা শিক্ষকের অশ্রুসিক্ত বিদায় কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল কর্মী গ্রেফতার কুমিল্লায় বিসিকে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, ৭ জন গ্রেফতার বুড়িচংয়ের মোকাম ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন লাকসামে মরহুম মৌলভী মোহাম্মদ আলী মাষ্টারের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অবশেষে বন্ধ হলো পদুয়ার বাজার ইউটার্ন; হানিফ পরিবহনের বিরুদ্ধে মামলা দাউদকান্দিতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য; দশ মামলার আসামী সোহাগ গ্রেপ্তার কুমিল্লায় ‘আল-বারাকা’ বাসের চাপায় ‘পাপিয়া’ বাসের হেলপার নিহত

লাকসামে মরহুম মৌলভী মোহাম্মদ আলী মাষ্টারের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • তারিখ : ০৬:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • 303

আলমগীর কবির।।
কুমিল্লার লাকসাম উপজেলার পরানপুর বাজার পূর্বপাড়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) মরহুম মৌলভী মোহাম্মদ আলী মাষ্টারের স্মরণে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন কুমিল্লা টাওয়ার হাসপাতালের চিকিৎসক ডা. এ কে এম আমিনুল এহ্সান। সাধারণ চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আয়োজনের সার্বিক সহযোগিতা করে জান্নাতি কাফেলা ও আষরা সদস্যবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মরহুম মৌলভী মোহাম্মদ আলী মাষ্টারের সমাজসেবামূলক কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরই এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন মুফতি আনিস মাহমুদী, বেলায়েত হোসেন, নাজমুল হাসান তুহিন, ওসমান গনি, আবু সুফিয়ান, আবদুর রহিম, আবু রায়হান, ফাহিম মুনতাসীর প্রমুখ।

স্থানীয়রা বলেন, বর্তমান সময়ে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়া অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প সাধারণ মানুষকে যেমন স্বস্তি দিচ্ছে, তেমনি মানবিক উদ্যোগ হিসেবে সমাজে ইতিবাচক বার্তাও ছড়িয়ে দিচ্ছে।

লাকসামে মরহুম মৌলভী মোহাম্মদ আলী মাষ্টারের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

তারিখ : ০৬:০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

আলমগীর কবির।।
কুমিল্লার লাকসাম উপজেলার পরানপুর বাজার পূর্বপাড়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) মরহুম মৌলভী মোহাম্মদ আলী মাষ্টারের স্মরণে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন কুমিল্লা টাওয়ার হাসপাতালের চিকিৎসক ডা. এ কে এম আমিনুল এহ্সান। সাধারণ চিকিৎসার পাশাপাশি বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি দরিদ্র ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়, যা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আয়োজনের সার্বিক সহযোগিতা করে জান্নাতি কাফেলা ও আষরা সদস্যবৃন্দ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মরহুম মৌলভী মোহাম্মদ আলী মাষ্টারের সমাজসেবামূলক কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছরই এ ধরনের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন মুফতি আনিস মাহমুদী, বেলায়েত হোসেন, নাজমুল হাসান তুহিন, ওসমান গনি, আবু সুফিয়ান, আবদুর রহিম, আবু রায়হান, ফাহিম মুনতাসীর প্রমুখ।

স্থানীয়রা বলেন, বর্তমান সময়ে গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবা পাওয়া অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্য ক্যাম্প সাধারণ মানুষকে যেমন স্বস্তি দিচ্ছে, তেমনি মানবিক উদ্যোগ হিসেবে সমাজে ইতিবাচক বার্তাও ছড়িয়ে দিচ্ছে।