১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আমেনা বেগম গ্রেপ্তার বুড়িচংয়ে কালভার্টের নিচ থেকে ১২ ফুট অজগর উদ্ধার, বনে অবমুক্ত কুমিল্লায় নতুন ইউটার্নে লরিচাপায় প্রবাসী নিহত; মহাসড়ক অবরোধ হোমনায় শিক্ষার্থীদের চলাচলের পথে দেয়াল নির্মাণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কুমিল্লায় মিথ্যাচারের শিকার পুলিশ কর্মকর্তা, নেপথ্যে যানজট নিরসনে কঠোর ভূমিকা মুরাদনগর জুরে শিশু-কিশোরদের হাতে অটোরিকশা; দুর্ঘটনা ও ভোগান্তি চরমে কুমিল্লায় সেনা অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ১ কুমিল্লার মুরাদনগরে পোড়া তেলে শিশু খাদ্য তৈরি, ১ লাখ টাকা জরিমানা কুমিল্লায় কিস্তির চাপ সহ্য করতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ২০২৬ সালে নতুন ক্যাম্পাসে উদ্বোধন হবে ৪টি হল ও ৪টি অ্যাকাডেমিক ভবন: কুবি উপাচার্য

শাহরাস্তি দুর্ঘটনায় নিহত ৫ বন্ধুর গাড়িতে ছিল বিদেশি মদ, ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর

  • তারিখ : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • 7

নেকবর হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৫ জনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত প্রাইভেটকারে একটি বিদেশি হুইস্কি বোতল পাওয়া যায় বলে নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

বৃহস্পতিবার তিনি জানান, উদ্ধার শেষে বিনা ময়নাতদন্তের জন্য মরদেহ হস্তান্তরের দাবি জানান নিহতের স্বজনরা। যদিও এর জন্য আমাদের কিছু আইনি প্রক্রিয়ায় রয়েছে। সেজন্য আমরা তাদেরকে সময় দিয়েছিলাম। যাতে এডিএম বরাবর আবেদন করে এডিএম এর অনুমতি পত্র নিয়ে আসতে পারেন। আমরা তাদের জন্য দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি। যখন তারা অনুভূতি আনতে ব্যর্থ হয় তখন আমরা ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করি। তবে এ বিষয়ে তাদের সাথে আমাদের বারবার যোগাযোগ হয়েছে। আইনি যে প্রক্রিয়া তা আমাদের অবশ্যই সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, এরমধ্যেই পুলিশ যখন উঘারিয়া তদন্ত কেন্দ্র থেকে যখন মরদেহগুলো নিয়ে রওনা হয় তখন সামনের চিতোষী পূর্ব বাজারে পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি দল ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আমাদের দুজন পুলিশ সদস্য সামান্য আহত হয়। তখনই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শটগানের ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তিনি বলেন, মরদেহের পোস্টমর্টেমের কাজ চলছে। ময়না তদন্ত শেষ হলেই মরদেহ তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, ডিআইও ওয়ান মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

error: Content is protected !!

শাহরাস্তি দুর্ঘটনায় নিহত ৫ বন্ধুর গাড়িতে ছিল বিদেশি মদ, ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর

তারিখ : ০৫:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

নেকবর হোসেন।।
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ৫ জনের মৃত্যু হয়। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত প্রাইভেটকারে একটি বিদেশি হুইস্কি বোতল পাওয়া যায় বলে নিশ্চিত করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

বৃহস্পতিবার তিনি জানান, উদ্ধার শেষে বিনা ময়নাতদন্তের জন্য মরদেহ হস্তান্তরের দাবি জানান নিহতের স্বজনরা। যদিও এর জন্য আমাদের কিছু আইনি প্রক্রিয়ায় রয়েছে। সেজন্য আমরা তাদেরকে সময় দিয়েছিলাম। যাতে এডিএম বরাবর আবেদন করে এডিএম এর অনুমতি পত্র নিয়ে আসতে পারেন। আমরা তাদের জন্য দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি। যখন তারা অনুভূতি আনতে ব্যর্থ হয় তখন আমরা ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করি। তবে এ বিষয়ে তাদের সাথে আমাদের বারবার যোগাযোগ হয়েছে। আইনি যে প্রক্রিয়া তা আমাদের অবশ্যই সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, এরমধ্যেই পুলিশ যখন উঘারিয়া তদন্ত কেন্দ্র থেকে যখন মরদেহগুলো নিয়ে রওনা হয় তখন সামনের চিতোষী পূর্ব বাজারে পুলিশের গাড়ি লক্ষ্য করে একটি দল ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে আমাদের দুজন পুলিশ সদস্য সামান্য আহত হয়। তখনই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে শটগানের ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। তিনি বলেন, মরদেহের পোস্টমর্টেমের কাজ চলছে। ময়না তদন্ত শেষ হলেই মরদেহ তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, ডিআইও ওয়ান মনিরুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা।