নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল বলেছেন, দেশের সবচেয়ে প্রাচীনতম ও ইউনিক পরিষদ হচ্ছে ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের মেম্বার-চেয়ারম্যানদের জনসম্পৃক্ততা সবচেয়ে বেশি থাকে। বিপদে-আপদে মানুষ ঘুম থেকে উঠে সবার আগে ইউনিয়ন পরিষদের মেম্বার-চেয়ারম্যানদের কাছে যায়। তাই একজন তৃণমূল জনপ্রতিনিধির কাজ হচ্ছে জনগনের নিরাপত্তা নিশ্চিত করা, মানুষের পাশে থাকা। খেয়াল রাখতে হবে কোন চেয়ারম্যান-মেম্বারের কর্মীরা যেন কারো নিরাপত্তার বিনাশ না ঘটায়।
জনপ্রতিনিধিদের সন্ত্রাস,মাদক নির্মূলের প্রতিশ্রুতি প্রসঙ্গে বলেন, সমাজকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হলে আগে নিজেকে (জনপ্রতিনিধিকে) সন্ত্রাসীমুক্ত রাখতে হবে। মাদক কারবারীদের প্রশ্রয় দেওয়া যাবে না। মানুষের হক মানুষের মাঝে বণ্টন করে দিতে হবে।
বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারী) ১ নং কালিরবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের প্রথম কার্যদিবস উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এড. আমিনুল ইসলাম টুটুল এসব কথা বলেন।
১ নং কালিরবাজার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সিআইপি’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সম্পাদক মোরশেদ শাহীন শাকিল, ইউপি সচিব আবুল কাশেম।
এসময় আওয়ামী লীগ নেতা হাজী আম্বর আলী, কালিরবাজার ইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম সিআইপি , সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাকসুদুর রহমান টিটু, আওয়ামী লীগ নেতা জামাল হোসেন খান, রুহুল আমিন শাখাওয়াত, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রিমন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাওলানা সোলেয়মান খান।এসময় নবনির্বাচিত ইউপি মেম্বারবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সিআইপি বলেন, “ আমার প্রধান ও প্রথম কাজ হচ্ছে কালিরবাজার থেকে মাদক নির্মূল করা। সন্ত্রাসী কার্যকলাপ রোধ করা। জন্মনিবন্ধন,ভুল সংশোধন সহ বিভিন্ন নাগরিক সেবা যেন মানুষ সহজে পায় তা নিশ্চিত করা। ”
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান- মেম্বারদের ফুলেল শুভেচ্ছা জানান পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page