সাংবাদিকতায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন কুবি শিক্ষার্থী জাহিদ

কুবি প্রতিনিধি।।
জলবায়ু বিষয়ক প্রতিবেদনের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো: জাহিদুল ইসলাম। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র তরুণ সাংবাদিক হিসেবে পুরস্কারটি জিতেছেন তিনি।

জাহিদুল ইসলাম বর্তমানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক হিসেবে কর্মরত আছেন৷ তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন৷

জানা যায়, চলতি বছরের ১০ আগস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রকাশিত হয় মো. জাহিদুল ইসলামের লেখা ‘Dhaka landfills in disarray’ শিরোনামে একটি প্রতিবেদন। এই প্রতিবেদনের জন্য ইউরোপীয় ইউনিয়নের অধীনে জলবায়ু বিষয়ক সংস্থা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স প্লাস (জিসিসিএ প্লাস) এর পক্ষ থেকে EU GCCA+ Youth Awards for the best climate storytelling ক্যাটাগরিতে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সেরা মনোনিত হয়েছেন মো: জাহিদুল ইসলাম। যা তাকে এনে দিয়েছে সম্মানজনক এ আন্তর্জাতিক স্বীকৃতি।

সংস্থাটি তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেছে, বিশ্বজুড়ে তরুণ সাংবাদিক, লেখক ও আলোকচিত্রীদের জলবায়ু বিষয়ক শক্তিশালী গল্প বলতে সহায়তা করে সংস্থাটির এই পুরস্কার।

এছাড়াও বিশ্বের পাঁচটি অঞ্চলের পাঁচ তরুণ সাংবাদিককে পুরস্কৃত করেছে ইউরোপীয় ইউনিয়নের অধীনে জলবায়ু বিষয়ক সংস্থা গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ অ্যালায়েন্স প্লাস (জিসিসিএ প্লাস)।

বাকি ৪ অঞ্চলের মধ্যে পশ্চিম আফ্রিকা অঞ্চলের দেশ বেনিন থেকে পুরস্কারটি পেয়েছেন বার্নিস দোসোউ, দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দেশ মাদাগাস্কার থেকে মেন্ড্রিকা রানদিমবিসন, পূর্ব/মধ্য আফ্রিকা অঞ্চল থেকে তানজানিয়ার সাংবাদিক ইমানি নাসামিলা এবং বিশেষ জুরি অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাঙ্গোলার সাংবাদিক ইসরায়েল ক্যাম্পোস।

উল্লেখ্য, সংস্থাটি বিজয়ীদেরকে পুরস্কারের পাশাপাশি ছয়সপ্তাহের মাস্টারক্লাসের সুযোগ দিচ্ছে। সেখানে তাদের সরাসরি মেন্টরিং করবেন বিশ্বের প্রথম সারির ক্লাইমেট রিপোর্টার ও সংগঠকরা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page