স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন কুমিল্লা জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও তরুণ সংগঠক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ।
শনিবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ দলিল লেখক সমিতির সাধারণ সভা ও কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশব্যাপী বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
নতুন ঘোষিত কমিটিতে আলহাজ্ব এম.এ. রশিদকে চেয়ারম্যান, কে.এস. হোসেন টমাসকে মহাসচিব এবং কুমিল্লার মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজকে যুগ্ম মহাসচিব নির্বাচিত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত দলিল লেখক নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ দীর্ঘদিন ধরে দলিল লেখকদের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন আন্দোলন, দাবি আদায় ও সংগঠন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ছাত্রদলের সাবেক সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য।
নবনির্বাচিত যুগ্ম মহাসচিব হিসেবে প্রতিক্রিয়ায় মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, “দলিল লেখকরা দেশের ভূমি প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পেশার মানুষ। তাদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় আমি সবসময় সোচ্চার থাকব। দেশের প্রতিটি দলিল লেখকের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”
তিনি দলিল লেখক সমিতির চলমান সাত দফা দাবি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করে আরও বলেন, “দলিল লেখক সমাজের দাবি পূরণে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আমরা পেশাগত স্বার্থ রক্ষা করতে পারব।”
সম্মেলন শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান দেশব্যাপী উপস্থিত প্রতিনিধিরা।











