সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনা উপজেলার হোমনা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে ৮০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ খাতা ও কলম বিতরণ করা হয়েছে।
বুধবার (২১আগষ্ট ) ১১ টার দিকে হোমনা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন হোমনা প্রেসক্লাবের সভাপতি মো.আব্দুল হক সরকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের কুমিল্লা উত্তর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা বেগম, দুলুবালা দেবী, আমেনা হক, নাসরিন আক্তার, হালিমা আক্তার, সামসুন্নাগার প্রধান, অঞ্জনা রানী সুত্রধর, রেখা আক্তার, মোল্লা শুকতারা ফাতেমা, রৌশন আক্তার এ সময় উপস্থিত ছিলেন।