সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনার ঐতিহ্যবাহী মহিষমারী গ্রামের তরুণ উদ্যোক্তা ও কুমিল্লা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মেম্বার ম. ওসমান গনি’র ব্যক্তিগত অর্থায়নে খেলা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে মহিষমারী গ্রামের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের বিপুল পরিমান খেলাধূলার উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, মহিষমারী মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দুল লতিফ ভূঁইয়া মেমোরিয়াল একাডেমি ও মহিষমারী সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানা।
উপকরণগুলো হচ্ছে, ফুটবল, ক্রিকেট ব্যাট, টেনিস বল, দড়ি লাফের দড়ি ও দাবা বোর্ডসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী।
ম. ওসমান গনি জানান, শিশু ও কিশোর-কিশোরীদের শারিরীক এবং মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার বিকল্প নাই। তাই তিনি এমন মহৎ কাজ করেও এটি একটি ক্ষুদ্র প্রয়াস বলে জানান। তিনি আরো বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নত যুগে বাচ্চাদের ডিজিটাল ডিভাইসের মাত্রাতিরিক্ত ব্যবহার, মেধা বিকাশে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।
যার প্রতিফলনে অনেক ছোট ছোট শিশুদের চোখের সমস্যাসহ মস্তিষ্কে বিরুপ প্রভাব ফেলছে। যার দরুন অনেককে বাল্য বয়সেই চশমা ব্যবহার করতে দেখা যায়।
তাই পড়াশুনার পাশাপাশি খেলাধূলায় থাকলে বাচ্চাদের মেধা ও শারিরীক বিকাশ ঘটবে বলেও তিনি মনে করেন।